শেরপুরে যানজট নিরসনে মতবিনিময় সভা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

শেরপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুর শহরের যানজট নিরসনে ‘অটো ও ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময়শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, শেরপুর আর্মি ক্যাম্পের কমান্ডার, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি, বিশিষ্ট মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম, পরিবহন মালিক ও চালক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় শহরের যানজট নিরসনে আগামী ১ জুলাই থেকে পৌরসভার লাইসেন্সবিহীন সকল অটো ও ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

একইসাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।