হেরোইনসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৮:২৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম মশদগাঁও এলাকা হতে ৯ গ্রাম হেরোইনসহ মো. শহিদুল ইসলাম ওরফে হেরোইন শহিদ নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে৷
গ্রেফতার মো. শহিদুল ইসলাম (৫০), তিনি উপজেলা বেজগাঁও ইউনিয়নে ২নং ওয়ার্ডের মৃত সফিজউদ্দিন বেপারীর ছেলে৷ তিনি মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ন-সাধারন সম্পাদক ও লৌহজং উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি৷
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) ইং-১৯/০৪/২০২৫খ্রিঃ তারিখ লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদের নির্দেশে লৌহজং থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ আতাউর রহমান, সঙ্গীয় অফিসার এস এম জয়নাল আবেদীন খান ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া লৌহজং থানাধীন কসকসার ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মসদগাঁও সাকিনস্থ জনৈক সোহেল বেপারীর অটো গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম ও হেরোইন শহিদ ও হাজী শহীদুল (৫০), পিতা-মৃত সফিজদ্দিন বেপারী, সাং-বেজগাঁও, ২নং ওয়ার্ড, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জকে ০৯ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। যাহার বাজারমূল্য অনুমান ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা।
মো. শহিদুল ইসলাম এর আগে মাদকদ্রব্য একাধিক মামলায় জেল খেটে জামিনে মুক্তি পেয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে৷ এছাড়া শহিদুলের বিরুদ্ধে মাদক বিক্রয়ের স্থানীয়দের একাধিক অভিযোগ রয়েছে৷
আরো জানাগেছে, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মাদক সংশ্লিষ্ট ভিডিও ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসে লৌহজং থানা পুলিশ। ঢাকা থেকে মাদকের চালান নিয়ে লৌহজংয়ে ফেরার পথেই এ মাদক ব্যবসায়ী শহিদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ।
মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার, বেজগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ড মরহুম শফিজদ্দিন বেপারীর পুত্র। সে তার নিজ বাড়িতেই এই ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অধিক লাভজনক হওয়াতে তার পরিবারের অনেকেই এই ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, শহিদু্ল লৌহজং উপজেলার সবচেয়ে বড় মাদকের ডিলার। বিএনপির রাজনীতিতে জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদের দাপটে দীর্ঘদিন যাবৎ হেরোইন ব্যবসা চালিয়ে আসছিলো। শহিদুলের ভয়ে কেউ মুখ খুলে কথাই বলতে পারতো না। থানা পুলিশের নাকের ডগায় বসে হেরোইন বিক্রি করতো। কিন্তু আজ থানা পুলিশ তাকে হেরোইন সহ গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
লৌহজং উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আওলাদ হোসন জানান, শহিদুল ইসলাম আমার সংগঠনের লৌহজং উপজেলা শ্রমিক দলের সিনয়র সহ- সভাপতি ছিলো তার এধরনের অপকর্মের কারনে তাকে কয়েকবার কারনদর্শানোর নোটিশ দেওয়া হয়। তার পরও সে এধরণের কাজ থেকে বিরত না থাকাতে তাকে আমার সংগঠনের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।
গত কালের ঘটনা কারনেও তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে শহিদুলকে মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম- সাধারন সম্পাদকের পদসহ সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন আর রশিদ জানান, আসামী মো. শহিদুল ইসলামকে ৯ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়। ৯ গ্রাম হিরোইনের বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা৷ আসামীর বিরোদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-৩০(১) সারণিয় ৮ (খ), মামলা দায়ের করা হয়েছে৷ তিনি আর জানান, লৌহজং থানার প্রতিটা এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ি ও মাদক সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।