কেন্দুয়ায় মোবাইল কোর্টে  দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৮:২৫

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া পৌর এলাকায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল ) সন্ধ্যায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমদাদুল হক তালুকদার। অভিযানকালে দুটি দোকানে সিগারেটের প্যাকেট সংবলিত বিজ্ঞাপন বোর্ড জনসম্মুখে দৃশ্যমান স্থানে সংরক্ষণ ও প্রদর্শন করা দায় দুই ব্যবসায়ীকে  তামাক নিয়ন্ত্রণ আইনের জরিমানা করা হয়েছে।  

এ ঘটনায় এক দোকান মালিককে পাঁচ শতক টাকা এবং অপরজনকে ১,হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে এবং তামাকজাত দ্রব্যের অপপ্রচারে নিয়ন্ত্রণ আনার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। এ ধরনের অভিযান  নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মোবাইল কোর্ট অভিযান তামাকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।