চৌদ্দগ্রামে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চৌদ্দগ্রামে জেলা কৃষকদল নেতা ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ দাবী করেছেন আমিনুল ইসলাম নামে ইতালি প্রবাসীর ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণের অভিযোগটি মিথ্যা ও অপপ্রচার। 

হাসান শাহরিয়ার খাঁ বুধবার (২৩ এপ্রিল) লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, রাজনৈতিকভাবে সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে আমিনুল ইসলাম গং। আমার পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি পরবর্তীতে আমাদের ভাইদের নামে বিএস খতিয়ান করে উক্ত খতিয়ানের বিবাধমান ২৬২৫ দাগের ০৫শতক সম্পত্তির মধ্যেই ঘর নির্মাণ করিতেছি। বিগত আওয়ামী সরকারের সময়ে সাবেক মেয়র ও আ’লীগ নেতা মিজানুর রহমান এবং ইতালী প্রবাসী আ’লীগ নেতা আমিনুল ইসলাম গং জোরপূর্বক আমাদের মালিকীয় জায়গা দখল করে নেয়। আমরা আমার মালিকানার ভূমির দখল বুঝে নিয়েছি। 

আমাদের বিএস রেকর্ডীয় ০৫শতকের বেশি দখলের কেউ দাবী করলে সাথে সাথেই ছেড়ে দিব। এছাড়াও বিজ্ঞ আদালতও উক্ত জায়গা আমাদের মর্মে রায় প্রদাান করেছেন।

কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, চৌদ্দগ্রাম বাজারস্থ ১৯৫নং চান্দিশকরা মৌজায় বিএস ৪৯৮নং খতিয়ানে হাসান শাহরিয়া খাঁ এবং তাঁর তিন ভাই ২৬২৫ দাগে ০৫ শতক জায়গায় মালিক। একটি মহল ৩০/৩১ ধারায় মামলা করলেও বিজ্ঞ আদালত হাসান শাহরিয়া খাঁ গংয়ের পক্ষে চুড়ান্ত রায় দেন। উক্ত খতিয়ানের ২৬২৫ দাগসহ আরও দাগের ভূমির হাসান শাহরিয়া খাঁ গং উক্ত সম্পত্তির নিয়মিত খাজনা প্রদান করছেন। 

প্রবাসীর নাম উল্লেখ করে সাবেক মেয়র মিজানুর রহমান গং(রিডো) হাসান শাহরিয়া খাঁ গংয়ের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বলেও দাবি করে হাসান শাহরিয়া খাঁ।

উল্লেখ্য, পিআর ২৪২/০৯ মামলায় ফৌজদারি বিজ্ঞ আইনে ১৪৫ ধারায় হাসান শাহরিয়া খাঁর নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করে। পরবর্তীতে ২০১১ সালের ১৩ মার্চ বিজ্ঞ আদালত কাগজপত্র দেখে শুনানি শেষে হাসান শাহরিয়া খাঁ গংয়ের পক্ষে রায় প্রদান করেছেন