কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, অষ্ট্রগ্রাম, মিঠামইন ও ইটনায় হাওর অধ্যুষিত উপজেলার লাখ লাখ বিদ্যুৎ গ্রাহক আর,ই,বি ও বিপি ডিপির বিদ্যুৎ বেলকিবাজিতে পড়েছে গত এক সপ্তাহ ধরে। বিশেষ করে দিনের বেলায় এ সব উপজেলার গ্রামাঞ্চলে আর,ই,বি বিদ্যুৎ গ্রাহকরা ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন।
একই সঙ্গে বিপি ডিপির বিদ্যুৎ গ্রাহকরা দিন রাতে মিলে কয়েক ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। দিনের বেলায় অযথা লোডশেডিং দিলেও সন্ধ্যার পর থেকে লোডশেডিং এর কোন নিয়ম কানুন নেই বলে গ্রাহকদের অভিযোগ। দিনে এবং রাত গ্রামের মানুষেরা গরমে অতিষ্ট হয়ে হাফ সাফ খাচ্ছে। তথাপি লোডশেডিং হওয়ার ফলে শিশু ও বৃদ্ধরা গরম জনিত কারণে বিভিন্ন আক্রান্ত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের এর কোনো বালাই নেই বলে এলাকায় অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের লোক জন বলছেন কিশোরগঞ্জের গ্রীডের সমস্যার কারণে এরকম হচ্ছে বলে সংবাদ কর্মীদের জানিয়েছেন।