নীলফামারীর সৈয়দপুরে বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় পৌরসভা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবদুল গফুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত এমপি’ বিলকিস বেগমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। এ অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারন সম্পাদক শাহিন আকতার, সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এসএ পারভেজ লিটন, আলহাজ্ব শওকত চৌধুরী, শফিকুল ইসলাম জনি, প্রভাষক শওকত হায়াত শাহ্ সহ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।