বরিশালে ইয়াবাসহ আটক ১ 

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

বরিশাল অফিস
বরিশালে ইয়াবাসহ আটক এস এম ফারুক।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) তাকে নগরীর লুঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। 

আটককৃতর কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞশিপ্তর মাধ্রমে এ তথ্যে সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বিএমপির গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  সকাল সাড়ে ৭ টার দিকে বরিশাল লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ এস এম ফারুক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ফারুক চট্রগ্রামের হালিশহর থানার মহুরীপাড়া গ্রামের মোঃ আবদুল মতিনের ছেলে।  অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।যাযাদি/ এমএম