কেন্দুয়ায় সরিষা তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও আলোচনা সভা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৫:২৬

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত  ‘সরিষা’ প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কেন্দুয়া পৌরসভার টেংগুরি এলাকায় বারি-১৯ সরিষা তেল ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় এ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া পৌরসভা ব্লকের উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম আসাদুজ্জামান সানির সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ও কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিডি (উদ্যান) রাকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন আহমেদ খোকন, কৃষক মোঃ রুমালি মিয়া প্রমুখ ।

বক্তারা আমাদের দৈনন্দিন জীবনে সরিষা তেলের বহুমুখী ব্যবহারের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন । এমনকি সরিষা তেলের উৎপাদনের সহজলভ্যতা ও ঔষধি গুণাবলির কথাও তুলে ধরেন তারা ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর কৃষক দলের সভাপতি আবু সিদ্দিক সিদ্ধু, কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান, তেল জাতীয় ফসল উৎপাদনের সাথে জড়িত কৃষক, অন্যান্য কৃষক, স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ ।

উল্লেখিত মাঠ দিবস ও আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকরা উপকৃত হবে বলে মনে করেন কৃষক, কৃষিবিদ ও সংশ্লিষ্টরা । 

যাযাদি/ এমএম