দৌলতপুরে বীজ ও সার বিতরণ
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৫:২০

কুষ্টিয়ার দৌলতপুরে চলতি খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় পাট আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হাই সিদ্দিকী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হক, রমজান আলী, মোতালেব হোসেন, আব্দুল খালেক প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম জানান, দেড় হাজার কৃষক কে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
যাযাদি/ এমএম