গাংনী ইউএনওর বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৩:৪১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার বদলি আদেশ বাতিলের দাবিতে মানবন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। 

আজ বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের লোকজন অংশ গ্রহণ করেন। যতক্ষণ পর্যন্ত বদলি আদেশ প্রত্যাহার না হলে অন্য কাউকে এ পদে  ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা শাসমুল আলম সোনা।

প্রীতম সাহা একজন জনবান্ধব কর্মকর্তা। সব শ্রেণি পেশার মানুষের কাছে তিনি আস্থাভাজন। তাই এমন একজন কর্মকর্তাকে বদলি না করে গাংনীতে স্ব পদে বহাল রাখার দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা। ইউএনও প্রীতম সাহাকে গাংনী উপজেলায় রাখার জন্য নানা যুক্তি তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধারা।

যাযাদি/ এসএম