রাঙামাটি জেলার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) অভ্যন্তরে একাডেমির বক্সহাউজ স্থানে বন্যহাতির আক্রমণে বিদ্যুৎ কেন্দ্রের পানি শোধনাগারে কর্মরত কপাবিকের কর্মচারী নেপাল চন্দ্র দাশ (৪৫) আহত হয়েছেন।
মঙ্গলবার ২৩ এপ্রিল দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানান কপাবিকের সহকারী পরিচালক ( নিরাপত্তা ও অনুসন্ধান) সাখওয়াত কবির।
তিনি আরোও জানান, পিডিবির কর্মচারী নেপাল নাইট ডিউটি করার সময় খবর পান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভবন এবং বক্স হাউজ এলাকায় একদল বন্য হাতি ভাংচুর করছে। সেই সময় তিনি মোটর সাইকেল নিয়ে পানি শোধানাগার হতে বিদ্যুৎ ভবন সংলগ্ন তার বাসার দিকে যাওয়ার পথে একাডেমির বক্সহাউজের সামনে ঐ হাতির দলের মুখোমুখি পড়েন।
তিনি মোটর সাইকেল রেখে পালিয়ে যাওয়ার সময় একটি হাতি শুড় দিয়ে তাঁকে আঘাত করে। বন্যহাতির আক্রমণে সে ঘাড়ে,পেটে ও কোমরে আঘাত পায়। আহত নেপাল চন্দ্র দাশ বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পিডিবির সহকারী পরিচালক আরোও জানান, প্রায় রাতেই বন্যহাতির দল পিডিবি বিদ্যুৎ ভবন, বক্সহাউজ, চৌধুরীছড়া সহ বিভিন্ন এলাকায় এসে ভাংচুর করে। এলাকার লোকজন বন্যহাতির আক্রমণের আতংকের মধ্যে আছেন।
কাপ্তাই বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বলেন, ‘আমরা হাতির আক্রমনের খবর পেয়েছি, তবে তাঁর আঘাতটা খুব গুরুতর না।