ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে পৌর শহরের সালটিয়া কাঁচা বাজার এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও পৌরসভার প্রশাসক এন.এম. আব্দুল্লাহ- আল-মামুনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আমির সালমান রনি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রজেক্টের আওতায় ১ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমএইচ- এমএই জেবি সালটিয়া কাঁচা বাজার এলাকায় ৫৯০ মিটার আরসিসি ড্রেইন ও ৩৫৫ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করবে।
এর আগে গফরগাঁও উপজেলা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মুফিদুল আলম। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি গফরগাঁও থানা,এ্যাসিল্যান্ড অফিস , ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের বিভিন্ন রেজিস্ট্রার পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্য্যালয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাদেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, গফরগাঁও থানার ওসি মোহাম্ম শিবিরুল ইসলাম,পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম প্রমুখ ।
যাযাদি/ এসএম