গাজীপুরের শ্রীপুরের ১নং সিএন্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে এ অবরোধ।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে নিট হরাইজন কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আঞ্চলিক সড়ক দিয়ে যান চলাচল করতে দেখা গেছে।
কারখানার শ্রমিকরা জানান, গত সোমবার ওই কারখানার ৪০ জন শ্রমিককে হঠাৎ কোনো কারণ ছাড়াই ছাঁটাই করা হয়। অন্যান্য শ্রমিকরা এর প্রতিবাদ করেন। পরে মঙ্গলবার এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরকে কাজে ফেরত নেওয়ার দাবি করেন। পরে বুধবার কারখানায় কাজে গিয়ে দেখেন কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দিয়েছে। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরে সোয়া ১১টায় সেনাবাহিনীর সদস্যরা এসে আলোচনা করার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায়।
কারখানার শ্রমিক আমেনা খাতুন বলেন, ৪০ জন শ্রমিককে আবার ফেরত নিতে হবে। না হলে আমরা আবার আন্দোলন করব। অপর শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, তাঁরা মালিক পক্ষের এমন হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে দাঁড়িয়ে ছিলেন। তবে আলোচনা করার আশ্বাস পেয়ে আপাতত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করার কারণে যান চলাচল ৩০ মিনিটের মতো বন্ধ ছিল। পরে সেনাবাহিনী সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। এর পর সড়ক থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল শুরু হয়।।'
যাযাদি/ এসএম