চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণ ও ১৯ মামলার আসামিসহ দুজন গ্রেপ্তার
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা গাইনপাড়ায় স্বর্ণ ও টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীপুর মাস্টারপাড়ার মো. দুলালের ছেলে মো. আরিফুল ইসলাম ভটা (৩০) ও শিবতলা কর্মকারপাড়ার মৃত অনীল চন্দ্র নন্দির ছেলে শ্রী স্বাধীন নন্দি (৫৩)।
এদের মধ্যে আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানান।
ওয়াসিম ফিরোজ আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা গাইনপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে মো. মোমিনুল ইসলাম (৪৫)সহ তার পরিবারের লোকজন গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘরের ভেতর দেখেন কিছু জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। একপর্যায়ে দেখতে পান, ঘরের ভেতর ওয়ারড্রবে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও শোকেসে থাকা ৪ ভরি ১২ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। চোরেরা বাসার দোতলার বারান্দার দরজা ভেঙে ঘরে ঢুকেছিল। বাড়িওয়ালার ধারণা, ওই দিন রাত ১১টা হতে পরদিন ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা মালামালগুলো চুরি করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে বাড়িওয়ালা মোমিনুল ইসলাম বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন। এরপর চুরির সঙ্গে জড়িতদের ধরতে সদর মডেল থানার একটি চৌকশ দল বিভিন্ন তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে। এর একপর্যায়ে সোমবার নাচোল থেকে মো. আরিফুল ইসলাম ভটাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি করেছে মর্মে স্বীকার করে ভটা। তাৎক্ষণিক তার হেফাজত হতে নগদ ১৫ হাজার এবং ভটার দেখানো মতে তার বসতবাড়ি হতে এক জোড়া কানের দুল যার ওজন ৮ আনা ২ রতি ৭ পয়েন্ট, এক জোড়া কানের দুল ওজন ৩ আনা ৫ রতি ৯ পয়েন্ট, একটি আংটি ওজন ২ আনা ৫ রতি ৩ পয়েন্ট ও এক জোড়া স্বর্ণের প্রলেপের ব্রঞ্জের বালা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে কিছু স্বর্ণ শিল্পী জুয়েলার্সে শ্রী স্বাধীন নন্দির কাছে বিক্রি করেছে।
এরপর জেলাশহরের পুরাতন বাজারের স্বর্ণকারপট্টিতে শিল্পী জুয়েলার্সে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ৬ আনা ১ রতি ৯ পয়েন্ট পাঁকা ঝুর স্বর্ণসহ শ্রী স্বাধীন নন্দিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। সে এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত, তার নামে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। তিনি আরো জানান, আজ মঙ্গলবার আরিফুল ইসলাম ভটা ও শ্রী স্বাধীন নন্দিকে আদালতে সোপর্দ করা হবে।
সংবাদ সম্মেলনে ডিআইও-১ মো. ওবায়দুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে নাচোলে চুরির ঘটনায় আরিফুল ইসলাম ভটাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়া ২০২৪ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পাঠানপাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনায় কয়েকজনের সঙ্গে এই আরিফুল ইসলাম ভটাকেও গ্রেপ্তার করে পুলিশ।
যাযাদি/ এসএম