উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক মেম্বার মহিউদ্দিন নিহত

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৩

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি মেম্বার  মহি উদ্দিন মুন্সি (৬০) নিহত হয়েছে ৷ মঙ্গলবার (২২ এপ্রিল) সাড়ে ৩ টার দিকে কক্সবাজার-উখিয়া সড়কের উখিয়া উপজেলার রাজাপালং আলি মুড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত ইউপি মেম্বার উপজেলার রাজাপালং ইউনিয়ন উত্তরপুকুরিয়া মকবুল হোসেন মিন্সির ছেলে।মহিউদ্দিন মুন্সি(৬০)। তিনি রাজা পালং  উত্তর ইউনিয়ন  বিএনপির সাংগঠনিক  শাখার সাবেক সভাপতি ছিলেন।

স্বজনরা জানান, বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে উখিয়া রেজিস্ট্রার অফিসে যাওয়ার সময় আলিমুড়া এলাকায়  মিনি ট্রাক(ছাড়পোকা)’র সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেম্বার কে  মৃত ঘোষণা করেন৷

শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান,  সড়ক দুর্ঘটনায়  রাজাপালং ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার  মহি উদ্দিন মুন্সী   ঘটনাস্থলে নিহত হন।বাসটি চাপা দিয়ে পালিয়ে গেছে।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার গতকাল রাত ১১ টায় উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের  নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এসএম