ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই হয়েগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। তবে আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক ভাবে জানাতে পারেনি। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত দেড়টায় ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের জুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের জুটের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা অনেক উপড়ে উঠে যায়। তখন আশপাশের বাড়ি ঘরের লোকজন চার পাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে আগুন আরো বেড়ে গিয়ে জুটের গোডাউনের পাশে এমরান মিয়ার গেঞ্জি কাপড়ের ছাপা খানায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে তদন্ত চলছে। 

যাযাদি/ এসএম