আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি অফিসার শামীমুর রহমান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার এক অফিস আদেশে শামীমকে সাময়িক বরখাস্ত করেছে খুলনা সিটি কর্পোরেশন। গ্রেফতারকৃত শামীমুর রহমান লবণচরা থানার মোক্তার হোসেন সড়ক একাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯৩ এর ৪৪(৪) বিধি অনুসারে তাকে ওয়ারেন্ট ইন্সপেক্টর পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হলো।
যাযাদি/ এসএম