শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্পডেস্ক

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৩

শেরপুর জেলা প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুরে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। জেলা সদরের বিভিন্ন স্থানে স্থাপিত এসব হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষার্থীদের কলম ও খাবার পানি সরবরাহ, অভিভাবকদের অস্থায়ী চাউনি বিশ্রামের ব্যবস্থা এবং পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন ছাত্রদল কর্মীরা।

সরজমিনে দেখা যায়, শেরপুর জি কে পাই উচ্চ বিদ্যালয়ের সামনে, শহীদ স্মৃতিস্তম্ভের পার্শ্বে অস্থায়ী চাউনি স্থাপন করা হয়েছে । চাউনিতে প্রখর রোদে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়ার এবং পানি পান করার ব্যবস্থা রয়েছে। এছাড়া যানবাহন না পাওয়ার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন শিক্ষার্থী অসুবিধায় পড়লে ছাত্রদল কর্মীরা দ্রুততার সাথে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। শেরপুর জেলা  ছাত্রদলের  এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

এ সময় শেরপুর জেলা দলের সিনিয়র সহ-সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী (বাবু) বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায়- শেরপুরও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এমন মহৎ কাজের সাথে যুক্ত থাকতে পেরে আনন্দিত। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলামান থাকবে বলে জানান তারা। 

জেলা ছাত্রলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় তাদেদেরকে এভাবে সাধারণ ছাত্রদের পাশে থাকতে দেওয়া হয়নি ।
এ সময় উপস্থিত ছিলেন  সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আহবায়ক আজিজুর রহমান, শেরপুর সরকারি কলেজে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ওর্য়াড ছাত্রদলের সাকিবুল হাসান (রনি) প্রমুখসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এসএম