বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বিএনপির ২ গ্রুপের দ্বন্দ্বে ঐতিহাসিক মাহফিল বন্ধ

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৫, ১১:১০
বিএনপির ২ গ্রুপের দ্বন্দ্বে ঐতিহাসিক মাহফিল বন্ধ
ছবি: যায়যায়দিন

দ্বন্দ্বের শুরুটা মাহফিলে প্রধান অতিথিকে কেন্দ্র করে। ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ককে প্রধান অতিথি ঘোষণা করা হয়।

সেই থেকে পৌর বিএনপির আহবায়কের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ চলে আসছিল।

এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে দায়ে পৌর বিএনপির আহবায়কের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

তারপরেও বিরোধ মিটছিল না। প্রধান অতিথি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারেণ অর্ধশতবর্ষী মাহফিল অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে।

মাহফিল অনুষ্ঠানের দিন মঙ্গলবার সকালে দুই পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করেন। তাতেও দুই পক্ষকে একত্রিত করে মাহফিল চালিয়ে নেওয়া যাচ্ছিল না।

তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফিলের ঠিক কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার বিকেলে সেটি স্থগিত করেন।

মঙ্গলবার রাতে ৯ দিন ব্যাপী ৬৯ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবার কথা ছিল। মাহফিল বন্ধ হওয়ার প্রতিবাদ ভান্ডারিয়া পৌর এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাহফিল আয়োজন কমিটি ইসলামী সমাজকল্যাণ কমপ্লেক্সের পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির সভাপতি বাদশা জোমাদ্দার।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে তার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ভান্ডারিয়া বাজারে অনুষ্ঠিতব্য ৯ দিন ব্যাপী মাহফিল অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীতে মাহফিলে সময় জানিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে