নীলফামারীতে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী অনুষ্ঠান

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪২

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি: যায়যায়দিন

নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া পার্টনার ফিল্ড স্কুলে অগ্রসরমান গম চাষিদের নিয়ে সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৩০ জন অগ্রসরমান গম চাষিকে নিয়ে এ স্কুল গঠিত হয়। ১০ সপ্তাহব্যাপী এ স্কুলে প্রশিক্ষণ প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসার গম চাষ ও সমকালীন আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। কৃষক স্কুলের সভাপতি আব্দুর রহিম বসুনিয়া জানান, স্কুল কার্যক্রম শেষ হওয়ার পর আমরা পার্টনার প্রকল্পের তত্ত্বাবধানে কৃষক সেবা কেন্দ্র পরিচালনা করবো। স্থানীয় কৃষকদেরকে কৃষি প্রযুক্তি সম্পর্কে সেবা প্রদান করবো। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ জানান, আমরা এখানে একটি কমিটি করে দিয়েছি, তারা নিজেরা সঞ্চয় করবেন এবং বিভিন্ন আয়বর্ধনমূলক খাতে এগুলি ব্যবহার করবেন। একই সাথে কৃষি বিভাগের সহায়তায় কৃষিপ্রযুক্তি সেবা এই স্কুলের মাধ্যমে স্থানীয় কৃষকের মাঝে সরবরাহ করা হবে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে ২১টি পার্টনার ফিল্ড স্কুল বাস্তবায়ন করা হয়েছে। আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম