বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে মাধ্যমিক শিক্ষা পরিদর্শকের সন্তোষ প্রকাশ 

বাকেরগঞ্জ  (বরিশাল) প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৭
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে মাধ্যমিক শিক্ষা পরিদর্শকের সন্তোষ প্রকাশ 
ছবি: যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের প্রফুল্ল বিদ্যাপীঠ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন বরিশাল জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক (সংযুক্ত) মো. মোহিব্বুল্লা।

মঙ্গলবার সকাল এগারোটায় সহকারী পরিদর্শক (সংযুক্ত) আকস্মিক প্রফুল্ল বিদ্যাপীঠ বিদ্যালয় এসে সকল শ্রেণী কক্ষ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে খোঁজ খবর নেন। এরপর বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেন ও ঘুরে ঘুরে প্রফুল্ল বিদ্যাপীঠ এর অবকাঠামো উন্নয়ন চিত্র পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক বাবু পঙ্কজ কুমার দাস ও তার সহধর্মিণী, প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা ঈভা রানী দত্ত ও সকল শিক্ষক মন্ডলী। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় এ শিক্ষা পরিদর্শককে।

বরিশাল জেলা শিক্ষা পরিদর্শক( সংযুক্ত) মো. মোহেব্বুল্লা প্রফুল্ল বিদ্যাপীঠ এর শিক্ষা বান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের বিদ্যালয় কর্তৃক প্রদত্ত পোশাক ও ফলাফল তথ্য যেনে সন্তোষ প্রকাশ করে বলেন আমার কর্ম এলাকায় এমন একটি বিদ্যালয় আছে ভাবতেই ভালো লাগে, তিনি উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান ও সংশ্লিষ্টদের প্রফুল্ল বিদ্যাপীঠ কে অনুসরন অনুকরণ করতে আহ্বান জানান। তিনি জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে