প্রায় ২ কোটি টাকার স্বর্ণ জব্দ
কুষ্টিয়া সীমান্তে ১ চোরাকারবারি আটক
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ২০:১৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ২০:৩০

কুষ্টিয়া সীমান্তে ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন সদস্যরা।
মঙ্গলবার ২২এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ১২ পিস স্বর্ণের বারের আনুমানিক মুল্য ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার ৬২০টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনে অভিযান পরিচালনা করা হয়।
দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শুন্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে নিয়মিত টহল কমান্ডার নম্বর-৮০২৫২ নায়েক মো. শাহজালাল নেতৃত্ব দেন।
এ সময় মুন্সিগঞ্জ জেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে রিপন মন্ডলের (৪২) নিকট থেকে প্রায় ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ (১২ পিস স্বর্ণের বার) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার ১কোটি কোটি ৯৮ লক্ষ ২২ হাজার ৬২০ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খারিজাথাক গ্রামের মো. নুর আলম সরকার (৩৫) পালিয়ে যায়। বিধি অনুযায়ী মামলা দায়েরপূর্বক আটক আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।