আনোয়ারায় বিএনপির দু‘গ্রুপ সংঘর্ষ, গ্রেফতার  ৭

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ২০:১৭

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়  অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২১ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।গ্রেপ্তারকৃতরা হলেন, বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার মৃত জাগির হোসেনের ছেলে নুরুল আবছার (৫৫), বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত অলি আহমদের ছেলে আবুল কালাম আজাদ (৫৩), আনোয়ারা সদরের ডুমুরিয়া এলাকার আজম আলীর ছেলে মো. আরাফাত (২৬), পীরখাইন এলাকার শামসুল আলমের ছেলে শফিউল আলম (২৬), ভিংরোল এলাকার মমিনুর রশীদের ছেলে এরফানুর (৩১), দুধকুমড়া এলাকার জাগির হোসেনের ছেলে কাশেম (৪৫), তেকোঠা এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে মোস্তাক আহমদ (৫৫)। 

আনোয়ারা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। গত রোববার রাত দেড়টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা হয়।

এ ঘটনায় থানার ৩ পুলিশ সদস্যসহ ১৮ জন নেতাকর্মী আহত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারী ও পুলিশের উপর হামলার মামলা হয়েছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সাংবাদিকদের   বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন পুলিশ গুরতর আহত হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। 

সে মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

যাযাদি/ এম