গোপালগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান

১১ কেজি গাঁজা ও লক্ষাধিক টাকাসহ গ্রেফতার ২

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ২০:০০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ২০:০৬

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও লক্ষাধিক টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। 

 

মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়া থেকে ১০ কেজি গাজাসহ সোনিয়া বেগমকে এবং নকড়িরচর এলাকা থেকে ১ কেজি গাজা ও ১লাখ ৫ হাজার টাকাসহ মোা. ওবায়দুলকে গ্রেফতার করা হয়। 

এরা দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।  

 

গোপান সংবাদের ভিত্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

 

এদের নামে মাদক দ্রব্য আইনে মামলা করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।