নারী ও শিশু নির্যাতন ্এবং পারিবারিক মামলা
জগন্নাথপুরে দুই পলাতক আসামী গ্রেফতার
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১৯:৩৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১৯:৫১

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় একজন এবং পারিবারিক মামলার একজন সহ মোট দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাতে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মো. আল আমিন (২২) কে গ্রেফতার করেন। তিনি উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের অলইতলী গ্রামের রশিদ মিয়ার ছেলে।
অন্য আরেকটি পারিবারিক মামলায় একই ইউনিয়নের আলাগদি গ্রামের পলাতক আসামী মো. আল মিনাকে গ্রেফতার করেন। তার পিতার নাম মো. আহমদ আলী।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন সহ পারিবারিক মামলার আরেকজন মোট দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ হেফাজতে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে