নীলফামারীতে উন্নত ছাগল পালনে প্রশিক্ষণ

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১৮:৫৯

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি: যায়যায়দিন

নীলফামারীতে আয়বদ্ধক উন্নত ছাগল পালন কৌশল বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। 

জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের শিশু ফোরাম কর্ণার রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া অফিসের আয়োজনে নির্বাচিত ইউপিজির সদস্যবৃন্দদের নিয়ে দুইদিনব্যাপী আয়বদ্ধক উন্নত ছাগল পালন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ প্রদান করেন ভেটেরিনারী ফিল্ড এ্যাসিসটেন্ট তারিফ রানা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল। 

যাযাদি/ এম