পারভেজ হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে ছাত্র দলের মশাল মিছিল
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১৮:১৪

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার অবিলম্বে হত্যা কারীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা। গত ২১ এপ্রিল সোমবার উপজেলার ভুলতা গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ মশাল মিছিল করা হয়। এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ রহমান, সদস্য শান্ত, আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা রাসেল ফকির, ফয়সাল, শাফিন, সাইফুল, হোসাইন, মিরাজসহ উপজেলার সকল ইউনিয়ন ছাত্র দলের নেতাকর্মীরা।
যাযাদি/ এম