রাজনগরের অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে অভিযান
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১৬:৪৫

রাজনগরের মনূ নদে অবৈধ বালুখেকোদেও বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। রাজগর উপজেলা প্রশাসন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সোমবার উপজেলার মনূ নদের তারপাশা এলাকায় অবৈধভাবে বালু তুলছিল একটি প্রভাবশালী চক্র।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা কর্তৃক উপজেলার তারাপাশা মনু নদী (১ম খন্ড) বালুমহালে ইজারা বহির্ভূতভাবে বালি উত্তোলন ও পরিবহনের জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এবং ১১ ধারা লংঘনের দায়ে আইনের ১৫ ধারায় ২ টি পৃথক মামলায় চারজন অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেন (২২) জুনেদ আহমদ (২৪) , মোঃ সেলিম উদ্দিন (৩০), জুয়েল আহমেদ (৩৫)কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এবং ১১ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালামুয়া, ধামাইছড়া ও মারুয়াছড়ায় দীর্ঘদিন যাবৎ একটি চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছে। আ’লীগের আমলে স্থানীয় আ’লীগ নেতারা মিলে বালু উত্তোল করা হতো।
প্রেক্ষাপট পরিবর্তন হওয়াতে নতুন আরেকটি চক্র যোগদান করে বালু উত্তোলন করে আসছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদেও বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবার দাবী জানান তারা।
যাযাদি/ এম