সেনবাগে গরু ব্যবসায়ীর ৬টি গরু চুরি
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১৬:০৬

নোয়াখালীর সেনবাগ পৌরশহরের বাবুপুর থেকে গরু ব্যবসায়ী হাজী জাকের হোসেনের গরুর খামার থেকে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্ধর্ষ চোরের দল। যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একদল মুখোশ পরা চোরের দল এ চুরির ঘটনা ঘটায়।
সিসি টিভি ফুটেজ ও জাকেরের বক্তব্য থেকে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে ২টি পিকআপ এসে সেনবাগের বিশিষ্ট গরু ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্য জাকেরের ঘরের সামনে রাস্তার পাশে তার গরুর খামারের সামনে এসে দাঁড়ায়।
এরপর পিকআপ থেকে মুখোশ পরা একদল চোর নেমে নাইট গার্ডকে বেধে গরুগুলো পিক আপে তুলে নিয়ে যায়।
এ সময় জাকেরের স্ত্রী ও অন্যান্য ভাড়াটিয়ারা টের পেয়ে চিৎকার করতে চাইলে চোরের দল আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গরুবাহী পিক আপ দুটি নিয়ে দ্রুত প্রধান সড়কের দিকে চলে যায়।
এ সময় চোরের দল নাইটগার্ড কে তাদের সাথে নিয়ে যায় এবং সেনবাগ রাস্তার মাথায় ফেনী-নোয়াখালী মহাসড়কে ফেলে যায়।
এ চুরির ঘটনায় এলাকার অন্যান্য গরুর খামারি রা আতংকে আছেন।
এ বিষয়ে জানতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকের হোসেন জানান, তার গরুর শেডে ১০ টি গরু ছিল।এর মধ্যে কয়েকটি দুধের গরু ছিল। বাকী গরুগুলো বিক্রির জন্য এনে রেখেছেন, সামনে কোরবানির সময় বিক্রির জন্য কয়েকটি গরু পালন করছিলেন। একসাথে এতগুলো গরু চুরি হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং সামনে কোরবানির বাজারে বিক্রির জন্য গরু আনতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ও জনাব জাকের জানান।
যাযাদি/ এসএম