নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া চিরাং সড়ক-চক বাট্টা মোড়-কেন্দুয়া পৌরসভা প্রকল্পের ১১শত মিটার পাকা রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় নেত্রকোণা উন্নয়ন প্রকল্প (এনডিআরআইআইপি) প্যাকেজের এ কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন তিনি ।
ই-স্মার্ট কনস্ট্রাকশন লিঃ মাধ্যমে এ কাজ বাস্তবায়নের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১কোটি ৭১লাখ ৫৮হাজার ৪শত ৮৪টাকা । এই রাস্তাটি নির্মাণে এলাকাবাসীর দাবি ছিলো দীর্ঘদিনের । ফলে স্থানীয়দের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছে ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন সরকার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, বাস্তবায়ন কর্মকর্তা এলজিইডি'র সার্ভেয়ার মোঃ শফিকুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।
যাযাদি/ এসএম