মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ওসির ‘ঘুষ চাওয়ার’ কথোপকথন বিষয়ে ফরেনসিক যাচাই হবে

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৫, ১৪:২৬
ওসির ‘ঘুষ চাওয়ার’ কথোপকথন বিষয়ে ফরেনসিক যাচাই হবে
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের সেলিম শিকদার নামে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডলের ‘ঘুষ চাওয়ার’ কথোপকথনের অডিও প্রকাশের ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। অডিও সত্য কিনা তা তদন্ত করতে ফরেনসিক যাচাই করবে এ তদন্ত কমিটি ।

মঙ্গলবার দুপুরের দিকে এসব কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

তিনি আরও বলেন,'কথপোকথন ভাইরালের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্তের স্বার্থে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এটার ফরেনসিক যাচাই বাছাই করবো। যেহেতু অডিও আসছে। যার অডিও, তাঁকেও আমি আমার অফিসে ডেকেছি। তিনি আসবেন। তিনি আসলে পুরো বিষয়টি নিয়ে আমি কথা বলব। বিষয়টি সম্পর্কে জেনে বুঝে আবশ্যই আমরা ব্যবস্থা নেবো। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই। ‘

তদন্ত কমিটিতে কারা আছেন এমন প্রশ্নে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তা আপাতত প্রকাশ করা যাচ্ছে না। কাজ শেষে বিস্তারিত জানানো হবে।'

এদিকে, ভাইরাল অডিও শতভাগ সঠিক এবং তিনি নিজেই ধারণ করেছেন মর্মে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন সেলিম শিকদার নামের ওই ব্যবসায়ী। সোমবার দুপুরের দিকে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হয়।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের সেলিম শিকদার নামে এক ঝুট ব্যবসায়ীর কাছে ঘুষ চাওয়া সম্পর্কিত কথোপকথনের একটি অডিও গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়। ওই ব্যবসাশী নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

যদিও কথোপকথনে অংশ নেওয়া শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল দাবি করেছেন তিনি এ ধরনের কথা বলেননি। তার কণ্ঠ সম্পাদনা করে ছড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে