খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর আদায় শাখার নিম্নমান সহকারী রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এর আগে খুলনায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত রবিউল আলম ডুমুরিয়ার খর্ণিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি কেসিসির যানবাহন শাখার লাইসেন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তাকে কর আদায় শাখায় বদলি করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, কেসিসির কর্মকর্তা ও কর্মচারী চাকুরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) অনুসারে কোন কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোন কার্যকলাপে জড়িত থাকতে পারবে না।
এমতাবস্থায়, কেসিসির চাকুরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) ও ৩৮ (ছ) বিধি লংঘন করায় ৪৪(৪) বিধি অনুসারে অভিযুক্ত রবিউল আলমকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত রোববার ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় মিছিলে অংশ নেন রবিউল আলম রবি। মিছিলে সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন তিনি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান, রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
যাযাদি/ এসএম