শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

রায়পুরা দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় ভক্তদের বিক্ষোভ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ২০:৪৯
রায়পুরা দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় ভক্তদের বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

নরসিংদীর রায়পুরা উপজেলায় গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দরবার শরীফের আখাউড়া উপজেলার ভক্তবৃন্দের উদ্যোগে সোমবার (২১ এপ্রিল) বিকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের ১নং প্লাটফর্মে মানববন্ধনে ভক্ত-মুরিদানসহ কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা ওই দরবারে হামলা ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এছাড়াও ক্ষতিগ্রস্থ দরবার শরীফ পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে। গত ৩১ মার্চ রাতে দুর্বৃত্তরা ওই দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই দরবারের ভক্ত ও বিএনপি নেতা আবুল ফারুক বকুল, কলেজ পাড়া আজগর আলী জামে মসজিদের খতীব ক্বারী মাওঃ মোজাম্মেল হক মুছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, রেলওয়ে ষ্টেশনে জামে মসজিদের খতীব রেলওয়ে ষ্টেশনে জামে মসজিদের খতীব মাওঃ মুফতি রেদুয়ান রেজা আল ক্বাদরী, মাওঃ মাসুদ মোল্লা মুজাহিদী। দরবারের ভক্ত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ,

বক্তারা

দরবারের ভক্তরা বলেন, পীরে কামেল সৈয়দ মোঃ অলিউর রহমান (অলি) শাহ দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন। দরবার শরীফে প্রায় ৪৮ বছর ধরে ইসলামিক শরিয়া অনুযায়ী আধ্যাত্মিকতা চর্চায় ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠান ও বার্ষিক ওরস মাহফিল হয়ে আসছে। এই দরবার শরীফে কোন মাজার নেই। গত ৩১ মার্চ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। বক্তারা আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশ্বাসের উপর হামলা দেশের ধর্মীয় সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাজার ও খানকা শরিফ ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটছে। এসব হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে