সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

রায়গঞ্জে ইসরাইলের বিরুদ্ধে কওমি ওলামাদের বিক্ষোভ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ১৭:২৪
রায়গঞ্জে ইসরাইলের বিরুদ্ধে কওমি ওলামাদের বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গার কওমী ওলামা পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া কারবালা মাদ্রাসার শায়খূল হাদীস মুফতী কাজী ফজলুল করিম রাজু, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা কওমী উলামা পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আঃ বাসেত খান, সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, মাওঃ আব্দুল লতিফ খান, মাওঃ জহুরুল ইসলাম নায়েবে মুহতামিম বেতুয়া মাদ্রাসা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল ইসলাম মাষ্টার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। এতে প্রতিদিন শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি নাগরিক মারা যাচ্ছে। গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে