বিবাহিত জীবন সুখের এবং মধুর হয় এমন ধারণা নিয়ে ১৭ মাস পূর্বে সংসার জীবন শুরু করেছিলেন দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের স্লুইসগেইট এলাকার সোহাগ ইসলাম (২১) নামে এক যুবক। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই সেই রঙিন স্বপ্ন ফ্যাকাসে হতে শুরু করে। কারণে অকারণে দাম্পত্যের জীবনে কলহ শুরু হয়। চলমান কলহ চরম আকার ধারণ করে আইন আদালত পর্যন্ত গড়ায়। পরিশেষে গত ২০ এপ্রিল রবিবার দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে সংসার জীবনের অবসান ঘটে এবং দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ করে সোহাগ ইসলাম। রবিবার বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ করে নিজেকে মুক্তবিহঙ্গ হিসেবে ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে ১০ লিটার দিয়ে গোসল করেন।
কেন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, পরিবারের সিদ্ধান্তই বিয়ে করেছিলাম। এখন পর্যন্ত কোনো সন্তান না হলেও বিয়ের পর বেশ কিছুদিন সুখেই কাটছিল। কিন্তু কিছু দিন গড়াতে স্ত্রী ও তার পরিবারের আচরণ সংসারে অশান্তি শুরু হয়। অনেক চেষ্টা করেও সমাধান করতে পারিনি। পরিস্থিতি সহ্যকরার সীমা অতিক্রম করায় কঠিন এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। এই মুহূর্তে আর বিয়ে করবেন না এবং অর্থ উপার্জনের লক্ষ্যে।
এদিকে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।