মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় ছাত্রদলের উদ্যোগে অভিভাবকদের জন্য বিশ্রামাগার

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২১ এপ্রিল ২০২৫, ১৪:৪২
নেত্রকোনায় ছাত্রদলের উদ্যোগে অভিভাবকদের জন্য বিশ্রামাগার
ছবি: যায়যায়দিন

নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষা চলাকালীন সময়ের জন্য পৃথক অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে এবং দত্ত মার্কেটের তৃতীয় তলায় নারী-পুরুষ অভিভাবকদের জন্য পৃথক দুইটি বিশ্রামাগার, স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অনিক মাহাবুব চৌধুরীর নেতৃত্বে নেত্রকোনা জেলা ছাত্রদল।

এতে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আতিকুর রহমান, জেলা ছাত্রদল নেতা ওয়াসিম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমামুল খান ইমন, পৌর ছাত্রদল নেতা রাকিব হাসান জয় প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে