বাজিতপুর-নিকলী পাউবো’র নদীরক্ষা বাঁধের ৪ প্রকল্পের কাজ অব্যাহত
প্রকাশ | ২০ এপ্রিল ২০২৫, ১৮:৪৩

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আসানপুর গ্রামে নদী রক্ষারবাধের ১টি প্রকল্পের কাজ সমাপ্তির দিকে, ২টি প্রকল্পের কাজ দীর স্তির চলছে। নিকলী উপজেলার ৬টি প্রকল্পের মধ্যে ১টি নদী রক্ষা বাধের কাজ সমাপ্তির দিকে, ৩টি প্রকল্পের কাজ অর্ধেক এবং ২টি প্রকল্পের কাজ বিল না পাওয়ার কারনে ধীরস্থিরে চলছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। জানা যায় এ ২টি উপজেলার মতিন কনষ্ট্রাকশন এর কাজ ৮৫ ভাগ কাজ হয়েছে বলে সূত্রটি জানায়।
রোববার (২০ এপ্রিল) নিকলী উপজেলার ছাতিরচর নদী রক্ষা বাধ প্রকল্পে সরেজমিন গিয়ে দেখা যায়, ৬টি প্রকল্পের মধ্যে মতিন কনষ্ট্রাকশনের কাজ প্রায় সমাপ্তির দিকে। এ মধ্যে ৩ টি প্রকল্পের কাজ প্রায় ৪৫% ও ২টি প্রকল্পের কাজ ধীরস্থির হচ্ছে। বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আসানপুর গ্রামে নদী রক্ষা ৩টি প্রকল্পের মধ্যে মতিন কনষ্ট্রাকশনের নদী রক্ষা বাধ ৮০% হয়েছে বলে জানা গেছে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো সাজ্জাদ হোসেন বলেন, নদী রক্ষা বাধ প্রকল্পের কাজ সন্তুজজনক ভাবে এগিয়ে চলছে বলে উল্লেখ করেন।