শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রামগ‌ড়ে প‌রীক্ষাকালীন কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

রামগড় (খাগড়াছ‌ড়ি )প্র‌তি‌নি‌ধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩৮
রামগ‌ড়ে প‌রীক্ষাকালীন কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা
ছবি: যায়যায়দিন

খাগড়াছড়ির রামগড়ে সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখা ও বৈধ নিবন্ধন না থাকায় কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। এসময় দুটি কো‌চিং সেন্টা‌রের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে‌ছে ভ্রাম্যমান আদালত।রামগড় বাজা‌রের হাই প্লাজা মার্কেটে অবস্থিত কোচিং সেন্টার দুটিতে রোববার (২০ এ‌প্রিল )সকালে ‌তি‌নি এ অভিযান পরিচালনা করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন সাংবা‌দিক‌দের জানান, চলমান এস এস সি পরীক্ষার সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং সেন্টার খোলা থাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় পৌরসভার নিবন্ধন ব্যতীত কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে সেলিম পাটোয়ারি হিরা ও মিঠু বড়ুয়া নামে কোচিং সেন্টারের দুই মালিককে দু'টি পৃথক মামলায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯" এর ধারা ৮০ অনুযায়ী প্র‌ত্যেক‌কে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। পরীক্ষা চলাকালিন সম‌য়ে কো‌চিং সেন্টারগু‌লো খোলা না রাখার জন্য সতর্ক ক‌রে কো‌চিং‌ সেন্টার দু‌টি বন্ধ ক‌রে দেওয়া হয়ে‌ছে ব‌লেও জানান তি‌নি । জানাযায়, কোচিং সেন্টারের মালিক সেলিম পাটোয়ারি হিরা সরকা‌রি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মিঠু বড়ুয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে