ভোলায় মেডিকেল কলেজসহ ৫ দফা দাবীতে মানববন্ধন
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৯

ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ঘরে ঘরে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শহরের কে-জাহান মার্কেটের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করেন ভোলার ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস। জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসকসহ বিভিন্ন সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ভোলার মানুষ। আর ভোলায় প্রচুর গ্যাস মজুদ থাকলেও এখনও ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠেনি।
তাই আমরা বর্তমান অন্তবর্তীকালিন সরকারের কাছে অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে ভোলা-বরিশাল ব্রিজ, মেডিকেল কলেজ স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিব শিল্প কারখানার স্থাপনের দাবী করছি।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ভোলার ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদের সদস্য মো: রাহিম ইসলাম, সামি তালুকদার, মো: ইয়ামিন ও ভোলার ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদের সদস্য মো: মেহেদী হাসান, মো: তানভীর হোসেন প্রমূখ।
যাযাদি/ এমএস