ফল ও সবজি ফসলকে প্রত্যয়নের আওতায় এনে উত্তম কৃষি সেবা, কৃষি উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস ঠাকুরগাঁও সদরে বাস্তবায়িত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল। কৃষকের আঙ্গিনায় স্থাপিত এই স্কুলে শেখানো হয় উত্তম কৃষি চর্চার বিভিন্ন নীতিমালা। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে শুক্রবার (১৮ এপ্রিল) সদর উপজেলার আউলিয়াপুরের শাসলা-পিয়ালায় এই কর্মসূচির মাঠ প্রশিক্ষণ, ক্লাস সেশন ও অংশগ্রহণকারীদের অভিনীত আঞ্চলিক ভাষায় সচেতনতামূলক নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় GAP এর বিভিন্ন অনুশীলন।
কৃষি বিভাগ জানায়, ৫টি মডিউলের আওতায় ২৪৬টি নির্ধারিত অনুশীলন কৃষকরা তাদের প্লটে বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক,মো: আলাউদ্দীন শেখ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, উপ সহকারী বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
২৫ জন কৃষাণ কৃষাণী কর্মসূচিতে অংশ নিয়ে জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করে তারা নিজেরা ভালো থাকবেন এবং দেশকে ভালো রাখতে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন।
কৃষকদের এই স্কুলের শিক্ষা ছড়িয়ে পড়ছে এলাকার চারপাশে, বাড়ছে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদনে আগ্রহী কৃষকের সংখ্যা।
যাযাদি/ এমএস