গাজীপুরের শ্রীপুরে ভবনের নির্মানাধীন ফটকের উপরের স্ল্যাব ভেঙে নিচে পড়ে গিয়ে রইছ উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বাজারের পাশে বরমী পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো.রইছ উদ্দিন (৩৫) শ্রীপুরের বালিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ওই এলাকার কাপড় ব্যবসায়ী মো. ফাইজ উদ্দিনের নির্মানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মূল নকশার বাইরে কাজ চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা আসাদ প্রধান বলেন, ফাইজ উদ্দিনের দুই তলা ভবনের ফটকের উপরে কংক্রিটের স্লাব তৈরি করা হয়েছিল। শনিবার সকালে রাজমিস্ত্রি রইস উদ্দিন স্ল্যাব থেকে সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য উপরে ওঠেন। এক পর্যায়ে কাঠ খোলার সময় হঠাৎ স্ল্যাব ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ভবনের মালিক মো. ফাইজ উদ্দিন বলেন, ‘ আমি চোখের চিকিৎসার জন্য ঢাকা চলে এসেছি। ঢাকায় অবস্থান করে হঠাৎ শুনতে পাই এই দুর্ঘটনা ঘটেছে। ‘ নকশা অনুযায়ী ভবনের ফট অন্যদিকে করার কথা ছিল কি না এমন প্রশ্ন তিনি বলেন, ‘ নকশা অনুযায়ী কাজ করা হয়েছে ‘
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এসএম