ডুমুরিয়ায় গাজায় গণহত্যার প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল
প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৫, ১৯:২৮

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মোস্তাক আহমেদ।
বক্তব্য দেন মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মাওঃ মুজিবুর রহমান, আবু সাঈদ আল মাসুদ, মুফতি ইউসুফ আজাদি, মাওঃ আজাহার, মাওঃ আব্দুর সবুর, মাওঃ মুফতি সাঈফুল্লাহ, মুফতি আব্দুল মালেক, মাওঃ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শ্রমিকদল নেতা খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, মাওঃ বিল্লাল হোসেন, মাওঃ ওমর আলী, হাফেজ মতিয়ার, মাওঃ মাহাবুবুর আলম, মুফতি আব্দুস সালাম, মাওঃ হাবিবুর রহমান প্রমুখ।
যাযাদি/ এসএম