টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি (দাখিল) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব এবং এক পরীক্ষার্থীসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভূঞাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।
পরীক্ষার্থীর অপর সহযোগীরা হচ্ছেন- টেপিবাড়ী গ্রামের ইকবাল তালুকদারের ছেলে সুমন(২৫), ছাব্বিশা গ্রামের বাদশা মিয়ার ছেলে মিজানুর (৩৫), আমুলা গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে শাহ আলম(২৭) এবং পূর্ব ভূঞাপুরের হায়দার আলীর ছেলে রায়হান আলী(৩৫)।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভূঞাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে এসএসসি (দাখিলের) গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে ওই কেন্দ্রের তৃতীয় তলায় একটি কক্ষের এক পরীক্ষার্থী প্রশ্নপত্র স্বজনের উদ্দেশ্যে নিচে ফেলে দেয়। সেখান থেকে ওই ছাত্রীর স্বজন সেটি সংগ্রহ করে ফটো কপি দোকানে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতেনাতে ধরেন।
পরে কেন্দ্রের সচিবকে দায়িত্ব অবহেলা এবং প্রশ্ন বাইরে ফেলে দেওয়ার ঘটনায় ওই শিক্ষার্থীসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়।
এদিকে, কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপজেলার কোনাবাড়ী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল হাই, নিকলা দড়িপাড়া দাখিল মাদরাসার হোসেন এবং জিগাতলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক জহুরুল ইসলাম। তাদেরকে দায়িত্ব অবহেলায় আওতায় আনা হয়নি। তবে ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুজ্জামানকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, কেন্দ্র সচিব ও এক পরীক্ষার্থীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন জানান, প্রশ্নপত্র কম থাকা ও পরীক্ষা চলাকালীন দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিবকে আটক করা হয়। এছাড়া কক্ষ থেকে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে পাচারের অভিযোগে এক পরীক্ষার্থী এবং তার আরও ৪ সহযোগীকে আটক করা হয়েছে।
যাযাদি/ এমএস