শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, দীর্ঘ যানজট 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ১৩:০৩
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, দীর্ঘ যানজট 
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুর বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এক কারখানা শ্রমিকরা। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে লাখো যাত্রী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার জৈনা এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। পরে দুপুর সোয়া বারোটায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, ২ মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে এইচ ডি এফ এ্যাপারেলস লি. কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বৃষ্টি উপেক্ষা করে এ অবরোধ চলে বেলা ১২টা পর্যন্ত। এসময় মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে কয়েক লাখ যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সোয়া বারোটার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিষয়ে এইচ ডি এফ এ্যাপারেলস লি. কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। শ্রমিকদের সাথে কথা বলা হয়েছে। মালিক পক্ষের সঙ্গেও আলোচনা চলছে। বকেয়া বেতন পরিশোধ করবে। এখন সড়ক থেকে শ্রমিকরা সরে এসেছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে