ছয় দফা দাবিতে মুন্সিগঞ্জের মুক্তারপুর সড়কে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ২১:২১

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ছয় দফা দাবিতে মুন্সিগঞ্জের মুক্তারপুরে সড়কে অবস্থান নিয়েছে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে শিক্ষার্থীরা মুন্সিগঞ্জের মুক্তারপুর ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর ঢালের সড়কে অবস্থান নেয়। এতে মুক্তারপুর-পঞ্চবটি সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় তীব্র গরমে যানজটে ভোগান্তিতে নাকাল হয় সড়কে চলাচল করা যাত্রীরা। 

তবে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে সড়ক থেকে সরে গিয়ে সড়কের পাশে অবস্থান নিলেও আড়াইটার দিকে পূনরায় সড়কে অবস্থান নেয় তারা। এতে মুক্তারপুর সেতু হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি থেকে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। এছাড়া ছয় দফার সব দাবি মানতে হবে।


যাযাদি/ এমএস