দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মাসজিদুল আকসা পুণরুদ্ধারেও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সভাপতি মৌলভী মুহাম্মাদ ইয়াছিন আলী। উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান।
আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ আসাদুজ্জামান খান বিপ্লব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মোস্তাকিম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ছদর উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ ফয়জুর রহমান বাপ্পি। এ সময় আরও অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস