বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৫, ১৭:৪৬
গাজীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
যায়যায়দিন

গাজীপুরে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর সদর থানাধীন হাজীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো প্রণয় সরকার (২২), মোঃ আনিছ (২৫) ও মোঃ সোহাগ মিয়া (৩২)।

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর থানাধীন হাজিবাগ সাকিনস্থ জনৈক আরজুর বাড়ীর দক্ষিণ পাশে জনৈক নূরা মাতবরের ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। পরে ওই তিন ডাকাত সদস্যকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে একটি লোহার চাপাতি চাকু, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি স্টিলের সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের প্লাস এবং একটি লোহার পাইপের হাতলওয়ালা চাপাতি জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে