কিশোরগঞ্জে ইট ভাটাকে ঘুড়িয়ে দিলো প্রশাসন
প্রকাশ | ২৮ মার্চ ২০২৫, ২২:০৭

কিশোরঞ্জের বাজিতপুর, নিকলী, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন হাওর অধ্যুষিত উপজেলা। এসব উপজেলার প্রায় শতাধিক ইট ভাটা অবৈধ ভাবে গড়ে উঠেছে। বেশির ভাগ ইট ভাটার কাগজপত্র নেই বল্লেই চলে।
যুগের পর যুগ ধরে এসব ইট ভাটা থাকার কারণে ধানি জমির টপ সয়েল নষ্ট করে দিচ্ছে। যদিও পরিবেশ মন্ত্রনালয়ের ২০১৩ ও ২০১৯ এ একটি আইন আছে লোকালয়ে অথবা লোকালয় বিহীন জায়গায় ইট ভাটা করার আইন রয়েছে। এরি ধারাবাহীকতায় নিকলী উপজেলা সদরে পশ্চিম কুরশা এলাকায় গাঁ ঘেঁষে দু ফসলি ও তিন ফসলি জমির উপর নির্মিত হয়েছে বেশ কয়েকটি ইট খলা। এর একটি নাম মেসার্স আলতাফ ব্রিক ফ্রিল্ড ও অন্যটি মেসার্স কামাল ব্রিক ফিল্ড।
এছাড়া কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের কান্দালিয়ায় দুই ফসলি জমির উপর নির্মিত হয়েছে শাপলা ব্রিক ফিল্ড। এসব ব্রিক ফিল্ড এর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ রয়েছে বলে তথ্য মিলে। জানা যায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ মন্ত্রনালয়ের অধীনে ২২.০২.০০০০.০৭৭.০২৭.০০২.২২.৩ স্মারকে চলতি বছরের ১২ই জানুয়ারীতে আলতাফ ব্রিক ফিল্ড কে তার ইট ভাটার লক্ষ্যে একটি নোটিশ প্রদান করা হয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।
উক্ত নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান, দুফসলি, তিফসলি কৃষি জমি ও পরিবেশ বাচাতে ইট ভাটা উচ্ছেদের বিষয় উল্লেখ করা হয়। অনুসন্ধান ও স্থানীয়দের তথ্য মতে বেশ কয়েকটি ইট ভাটার ও শত ভাগ বৈধতা নেই। তারা নিয়ম বহিরভূত ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীল বাকিদের বিষয়ে ও আইনি হস্তক্ষেপ কামনা করেন। এসব ইট খলার মধ্যে ইট ভাটার মালিক হাজী রুপালী মিয়ার ভাষ্য চিঠির মাধ্যমে উচ্ছেদ বিষয়ে কোন কিছু অবগত করা হয়নি।
এছাড়াও এটি পরিকল্পিত একটি অভিযোগ বলেও তিনি দাবী করেন। এছাড়াও অভিযোগ কারীদের পরিচয় অস্পষ্ট বলে দাবি করেন। পাশাপাশি তারা আলতাফ ব্রিক্সের আগুনের অনুমোতি আছে ৩০শে জুন ২০২৬ সাল পর্যন্ত। তাছাড়া ছাড়পত্র ও ২০২৪ সাল পর্যন্ত নিয়মিত। চলতি বৎসরের জন্যও প্রক্রিয়া দিন। অভিযোগ বিষয়ে ছাত্র/ছাত্রী অভিযোগকারীদের পক্ষে সুশিষ সমাজে একজন অন্যতম অভিযোকারী নাগরিক শাখাউয়াত হোসেন যার মোবাইল নাম্বার- ০১৭৫৪৮৩২৫৮৫। তবে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (চঃ দঃ) ডা. মোঃ সোহরাব আলীর স্বাক্ষরীত ১৯ জানুয়ারী ২০২৫ সালের ২২০২.০০০০.০০২.২৭.০১৬.২২-০২ স্মারকে একটি নোটিশে উচ্ছেদ বিষয়ে উল্লেখ রয়েছে। এতে ৫ কর্ম দিবসের মধ্যে জবাবের কথা উল্লেখ রয়েছে।
সরজমিনে ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনার সময়ে সহকারী পরিচালক মোঃ মোমিন ভূইয়া ও কিশোরগঞ্জ জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মেহিদী হাসানের কাছে এ বিষয়ে জানতে চাওয়ায় জবাবে তারা উল্লেখ করে।
বিধি মোতাবেক তাকে ৫ কর্ম দিবসের সময় বেধে দেওয়া হয়েছিল। উক্ত সময় ও সে জবাব দিতে ব্যার্থ হয়েছেন। ঘটনাস্থলে এসে অভিযোগের বাস্তবতা ও তারা পান। মালিক পক্ষ অবগত নন এমন প্রশ্নের জবাবে রেজিষ্ট্রি এডির মাধ্যমেও তাকে অবগিত করা হয়েছে বলে উল্লেখ করেন।
যাযাদি/ এস