জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলায় মোট ৩৮জন তালিকাভুক্ত আহতদের মধ্যে বৃহস্পতিবার ৬জনকে চেক দেয়া হয়।
এর মধ্যে এ ক্যাটাগরিতে চার জনকে ২লক্ষ করে ও বি ক্যাটাগরির ২জনকে ১লক্ষ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এদিন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ জীবীতেষ বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ, গনমাধ্যম কর্মি ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস