ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা 

প্রকাশ | ২১ মার্চ ২০২৫, ২১:০৭

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি: যায়যায়দিন

 পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা। 

শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়াম সংলগ্ন আই এ বি মিলনায়তনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভী মোঃ ইয়াছিন আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মাজিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন প্রমুখ। 

পরে দোয়া অনুষ্ঠিত হয় এবং আগত সকলদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

যাযাদি/ এম